কুয়াকাটা কোন জেলায় অবস্থিত-Kuakata is located in which district
কুয়াকাটা কোন জেলায় অবস্থিত-Kuakata is located in which district
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি নগর ও পর্যটনকেন্দ্র। এটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে রয়েছে কুয়াকাটা সাগর সৈকত যা পর্যটকদের কাছে "সাগরকন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের সেরা নৈসর্গিক সাগর সৈকত। এটা বাংলাদেশের একমাত্র ধার যেখান থেকে সূর্যোদয় ও গোধূলি দুটোই দেখা যায়।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা পৌরসভায় অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার ও বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।